Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডাচদের বিপক্ষে প্রোটিয়াদের জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ৯, ২০২৪, ০১:১৫ এএম


ডাচদের বিপক্ষে প্রোটিয়াদের জয়

টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে প্রোটিয়াদের রীতিমতো ঘাম ঝরিয়েছে ডাচরা।

ডেভিড মিলারের ব্যাটে টানা দ্বিতীয় জয় পেয়েছে এইডেন মার্করামের দল।

শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। ভুল বোঝাবুঝির শিকার হয়ে কোনো বল মোকাবিলার আগেই রানআউট হন কুইন্টন ডি কক। এতে ডায়মন্ড ডাক খান তিনি।

লোগান ফন বিকের দুর্দান্ত স্পেলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রেজা হেনড্রিকস। ১০ বলে তার ব্যাট থেকে এসেছে ৩ রান। এরপরেই উইকেট বিলিয়ে দেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করামও (০)।

উইকেটে এসে লড়াই করেন ত্রিস্টান স্টাবস। তবে কিছু করার আগেই সাজঘরের পথ ধরেন হেনরিখ ক্লাসেন।

দ্রুতই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা। তবে স্টাবসকে সঙ্গে নিয়ে প্রোটিয়াদের জয়ের পথে এগিয়ে নিতে থাকেন ডেভিড মিলার। এ জুটির ব্যাট থেকে আসে ৬৫ রান।

শেষ পর্যন্ত হাল ধরে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিলার। ৫১ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইএইচ

Link copied!