Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ১৩, ২০২৪, ১২:২০ এএম


যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

টি-২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিতে করেছে ভারত। পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করা স্বাগতিক দলটি নিজেদের পরের ম্যাচেও জিতেছে। তৃতীয় ম্যাচে আজ ভারতের কঠিন পরীক্ষা নিয়েছে তারা। যেখানে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জিততে হয়েছে বেশ কষ্ট করেই।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১১০ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৩ উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় ভারত। এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

সুপার এইটে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকেরা। জবাব দিতে নেমে ৭ উইকেট এবং বল ১০ হাতে থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন কোহলি। সৌরভ নেত্রাভালকারের বলে রানের খাতা খোলার আগেই অ্যান্ড্রিস গাউসের বলে ক্যাচ দিয়ে ফেরেন কিং কোহলি।

ইএইচ

Link copied!