Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশের সামনে রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ২২, ২০২৪, ১০:৪০ পিএম


বাংলাদেশের সামনে রানের পাহাড়

টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশর টাইগাররা। যদিও বল হাতে ফর্মে থাকলেও আজ হতাশা উপহার দিয়েছেন বেশিরভাগ বোলার। এ অবস্থায় আগে ব্যাট করে বড় রান সংগ্রহ করেছে ভারত। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।

বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।

দলের অন্যদের মাঝে কোহলি ৩৭, রিশাভ পান্ট ৩৬, শিভম দুবে ৩৪ ও রোহিত ২৩ রান করেন।

ইএইচ

Link copied!