Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ২৫, ২০২৪, ০৩:০৯ পিএম


বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

বাংলাদেশকে হারানোর মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আফগানিস্তান। বিদায় হয়ে গেলো ২০২১ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

সুপার এইট গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত এবং আফগানিস্তান। গ্রুপ-২ থেকে আগেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তান মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ইংল্যান্ড মাঠে নামবে ভারতের বিপক্ষে।

২৭ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানরা। একইদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রোভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত।

আরএস

Link copied!