ক্রীড়া ডেস্ক
জুন ২৮, ২০২৪, ০২:০৩ এএম
ক্রীড়া ডেস্ক
জুন ২৮, ২০২৪, ০২:০৩ এএম
আইসিসি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশাল জয়ে ফাইনালে উঠেছে ভারত।
বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন জস বাটলার ও ফিল সল্ট। ব্যক্তিগত ২৩ রানে বাটলার ফেরার পর দলটির আর কোনো ব্যাটারই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি।
হ্যারি ব্রুক দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন। শেষদিকে জোফরা আর্চারের ২১ রানের ক্যামিও শুধু হারের ব্যবধান কমিয়েছে। ভারতের হয়ে আক্সার ও কূলদীপ তিনটি এবং বুমরাহ দুটি উইকেট শিকার করেন।
এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। ব্যাট করতে নেমে ৯ রানেই আউট হন বিশ্বকাপজুড়ে ধুঁকতে থাকা বিরাট কোহলি। রিশাভ পান্টও আজ ৪ রানের বেশি করতে পারেননি।
ইএচ