Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোপার কোয়ার্টার ফাইনালের ম্যাচ কবে কখন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩, ২০২৪, ০১:৩৭ পিএম


কোপার কোয়ার্টার ফাইনালের ম্যাচ কবে কখন

১৬ দল নিয়ে শুরু হওয়া কোপা আমেরিকার গ্রুপ পর্ব এমধ্যে শেষ হয়েছে। এই পর্বের শেষে মিলল আট কোয়ার্টার ফাইনালিস্টের দেখা। ফলে লাইন আপও ঠিক হয়ে গেছে।

এ গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কানাডা উঠেছে শেষ আটে। বি গ্রুপ থেকে দুই সেরা দল হচ্ছে মেক্সিকো আর ইকুয়েডর।

সি গ্রুপ থেকে এবারের আসরের অন্যতম ফেভারিট উরুগুয়ে, সঙ্গে উত্তর আমেরিকার দেশ পানামা উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। ওদিকে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে এসেছে কলম্বিয়া আর ব্রাজিল এসেছে রানার্স আপ হয়ে।


এক নজরে কোয়ার্টার ফাইনালের লাইন আপ

আর্জেন্টিনা - ইকুয়েডর ৫ জুলাই সকাল ৭টা
মেক্সিকো - কানাডা ৬ জুলাই সকাল ৭টা
কলম্বিয়া - পানামা ৭ জুলাই ভোর ৪টা
উরুগুয়ে - ব্রাজিল ৭ জুলাই সকাল ৭টা

Link copied!