Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ০৭:৪৯ এএম


মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচ

দুই দফা পেছানোর পর অবশেষে মাঠে গড়িয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল। নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ২০ মিনিট পিছিয়ে মাঠে গড়াচ্ছে ফাইনাল। কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে ব্যাহত হয়েছে ফাইনালের আয়োজন।

নির্ধারিত সময়ে গেট খুলে দেয়ার পরে স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের।

প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল।

যদিও সব ঝামেলার ইতি ঘটিয়ে মাঠে গড়াল ফাইনাল। সব বিতর্কের অবসান ঘটিয়ে এবার সবার চোখ মাঠের খেলার দিকে।

ইএইচ

Link copied!