Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তান সিরিজের দলে সাকিব, ফিরেছেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৮:৩৭ পিএম


পাকিস্তান সিরিজের দলে সাকিব, ফিরেছেন তাসকিন

পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট শুরু হওয়া সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। আছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইনজুরি ও ক্লান্তির কারণে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তিনি আবার টেস্টে আগ্রহ প্রকাশ করেছেন এবং টেস্ট দলে ফিরেছেন। তাকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া হয়েছে।

টেস্ট দলের বাকি সদস্যরা সর্বশেষ সিরিজের দলেও ছিলেন। ওপেনিংয়ে জয় ও জাকির আছেন। ‘এ’ দলের হয়ে ভালো খেলায় সাদমান আছেন মূল দলে। পেসার নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে আছেন শরিফুল, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘আমরা এই ফরম্যাটে দেশের সেরা ক্রিকেটারদের নেওয়ার ওপর জোর দিয়েছি। মুশফিক, মুমিনুল ও সাকিব মিলে ২১৬ টেস্ট খেলেছে। তাদের কোন বিকল্প নেই। তাইজুল-মিরাজরা স্পিন আক্রমণে ৩৫০ উইকেট নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে আমাদের দলীয় প্রচেষ্টা দরকার। যে কারণ শান্ত, লিটনদের মতো ব্যাটারদের এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য সোমবার পাকিস্তানের বিমান ধরবে। এর আগে ১৭ আগস্ট ক্রিকেটার ও কোচিং স্টাফদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিদেশি কোচিং স্টাফদের এখন বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সংশ্লিষ্ট দূতাবাস। যে কারণে তারা সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত, মাহমুদুল জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (দ্বিতীয় টেস্টের জন্য), খালেদ আহমেদ। 

আরএস

Link copied!