Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

বন্যার পানিতে পরিরারসহ আটকা ক্রিকেটার সাইফুদ্দিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগস্ট ২৩, ২০২৪, ০৭:৩৫ পিএম


বন্যার পানিতে পরিরারসহ আটকা ক্রিকেটার সাইফুদ্দিন

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের ফেনী জেলা, আর সেই দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ও তার পরিবার।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগের মাধ্যমগুলোও বন্ধ হয়ে গেছে, যার ফলে ফেনী পুরোপুরি পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে।

মোহাম্মদ সাইফুদ্দিন, যাকে ‘ফেনী এক্সপ্রেস’ নামে ডাকা হয়, নিজের অবস্থার কথা জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘পুরো শহর এখন বিদ্যুৎহীন। অনেক কষ্টে ফোন সামান্য চার্জ করতে পেরেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ। ফেনীর বিভিন্ন এলাকায় আমার আত্মীয়স্বজনসহ অনেকেই চরম সংকটে আছেন। দয়া করে আমাদের জন্য দোয়া করুন।’

এই বিপর্যয়ের মধ্যে সাইফুদ্দিন বন্যাদুর্গতদের জন্য সরকারের সাহায্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘দিনভর কোনো সরকারি উদ্ধারকারী দল বা ত্রাণ পৌঁছাতে দেখিনি। এটি হৃদয়বিদারক। ফেনীকে রক্ষা করুন। আমার গ্রামের বাড়িতে আমার অনেক আত্মীয়স্বজন এখনো আটকা পড়ে আছেন।’

ইএইচ

Link copied!