Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

ম্যাচ সেরার পুস্কারের অর্থ বন্যার্তদের দান করলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগস্ট ২৫, ২০২৪, ০৭:১২ পিএম


ম্যাচ সেরার পুস্কারের অর্থ বন্যার্তদের দান করলেন মুশফিক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা। এই অঞ্চলের লাখ লাখ মানুষ এখনও পানিবন্দি। স্রোতের তীব্রতায় উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিউরে উঠছে সারাদেশের মানুষ।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বন্যার এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সময় কাটিয়েছেন। তবুও, বাংলাদেশের মানুষকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই জয়ে দারুণ অবদান রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

১৯১ রান করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নিতে গিয়ে মুশফিকুর রহিম জানান, তিনি তার এই পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য দান করতে চান। সে সঙ্গে দেশের মানুষদের প্রতি মুশফিক আহ্বান জানিয়েছেন, যাদের সম্ভব তারা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আরএস

Link copied!