Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:২৪ এএম


অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

জয়ের দেখা পেয়েছে সবশেষ চার ম্যাচে জয়শূন্য থাকা ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইয়ে ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে দলটি।

শনিবার (৭ সেপ্টেম্বর) পয়েন্ট তারিকার ৬ নম্বরে থাকা থাকা ব্রাজিলের জন্য ইকুয়েডর বেশ চ্যালেঞ্জের দল ছিল। রদ্রিগো গোয়েজের একমাত্র গোলই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নিয়তি গড়ে দিয়েছে।

এদিন ম্যাচের ৩০ মিনিটে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল।

গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলের জয়ে শুধু ৩ পয়েন্ট তুলে নেওয়ার স্বস্তিই পেয়েছেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট। আর আজকের জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এলো ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে দরিভালের দল।

বিআরইউ

Link copied!