Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

হোয়াইটওয়াশ হওয়ার পর সিরিজ হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১০, ২০২৪, ১২:৩৮ এএম


হোয়াইটওয়াশ হওয়ার পর সিরিজ হারলো বাংলাদেশ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৮৬ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করলো ভারত।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর রঙিন পোশাকের সিরিজ হারলো বাংলাদেশ।

এর আগে সন্ধ্যায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন নিতিশ রেড্ডি। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৫৫ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসে শুরুটা ভালো হলেও দ্রুত উইকেট হারিয়ে বিপদে পরে টাইগাররা। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৬, নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১, এবং লিটন দাস ১১ বলে ১৪ রান করেন। মাহমুদউল্লাহ ৩৯ বলে ৪১ রান করে এক প্রান্ত ধরে রাখলেও তা জয়ের প্রান্তে নিয়ে যেতে পারেনি।

বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে।

ভারত ২০ ওভারে ২২১/৯ (ওয়াশিংটন ০*, মায়াঙ্ক ১*, আর্শদীপ ৬, বরুণ ০, হার্দিক ৩২, রিংকু ৫৩, নিতিশ ৭৪, সূর্যকুমার ৮, অভিষেক ১৫, স্যামসন ১০)

বাংলাদেশ ২০ ওভারে ১৩৫/৯ (মোস্তাফিজ ১*, তাসকিন ৫*, মাহমুদউল্লাহ ৪১, তানজিম ৮, রিশাদ ৯, জাকের ১, মিরাজ ১৬, হৃদয় ২, শান্ত ১১, লিটন ১৪, ইমন ১৬)

ইএইচ

Link copied!