Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১২, ২০২৪, ০৭:৫৬ পিএম


হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে নেই মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম ও শেখ মাহেদী। অন্যদিকে একটি পরিবর্তন এসেছে ভারতের একাদশে। পেসার আর্শদীপ সিংয়ের পরিবর্তে দলে এসেছেন লেগ স্পিনার রবি বিষ্ণুই।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই ও মায়াঙ্ক যাদব।

আরএস

Link copied!