Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

সাকিবকে ছাড়িয়ে তাইজুলের দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২১, ২০২৪, ০৪:৫১ পিএম


সাকিবকে ছাড়িয়ে তাইজুলের দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড

তাইজুল ইসলামের দুর্দান্ত টার্ন, অভিষেক টেস্ট খেলতে নামা ম্যাথু ব্রিটজে হয়তো আশাই করেননি বল এতটা ঢুকে যাবে। যতক্ষণে বুঝেছেন, ততক্ষণে উপড়ে গেছে অফস্টাম্প। শূন্য রানেই টেস্ট ক্যারিয়ার শুরু হলো প্রোটিয়া ব্যাটারের। এরই সঙ্গে তাইজুলও নাম লেখালেন দারুণ এক রেকর্ডে।

ব্রিটজকে আউট করে টেস্টে ২০০ উইকেটের মালিক হলেন তাইজুল। ক্যারিয়ারের ৪৮তম টেস্টে এসে এই মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি টাইগার স্পিনার।

সাকিবের আগে বাংলাদেশের কেবল একজনই ২০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন। তিনি আর কেউ নন সাকিব আল হাসান। অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের মালিক হলেন তাইজুল।

তবে একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তাইজুল। টেস্টে ২০০ উইকেট তিনি পেয়েছেন ৪৮তম টেস্টে। সাকিবের ২০০ ছুঁতে লেগেছিল ৫৪ টেস্ট।

টেস্টে বাংলাদেশের সেরা ৫ উইকেট শিকারি

১. সাকিব আল হাসান-২৪৬ উইকেট
২. তাইজুল ইসলাম-২০১ উইকেট*
৩. মেহেদী হাসান মিরাজ-১৮৩ উইকেট*
৪. মোহাম্মদ রফিক-১০০ উইকেট
৫. মাশরাফি বিন মর্তুজা-৭৮ উইকেট।

*চলতি টেস্টে উইকেটসংখ্যা বাড়তে পারে।

আরএস

Link copied!