Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রাম টেস্ট

প্রথম দিনে বাংলাদেশের শিকার মাত্র ২ উইকেট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৪, ০৬:২৬ পিএম


প্রথম দিনে বাংলাদেশের শিকার মাত্র ২ উইকেট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে বাংলাদেশ মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছে। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শেষ করেছে প্রোটিয়ারা।

ব্যাটিং সহায়ক পিচে বেশ বিপাকেই আছেন বাংলাদেশের বোলাররা। দক্ষিণ আফ্রিকার উইকেট ফেলতে রীতিমত ঘাম ঝরছে তাদের।

দলীয় ৬৯ রানে প্রথম উইকেট পড়েছিল। দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করতে হলো ২৭০ রান পর্যন্ত। ২০১ রানের বিশাল জুটি গড়লেন টনি ডি জর্জি আর ত্রিস্তান স্টাবস।

স্টাবস তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেঞ্চুরি করে অবশেষে ধৈর্যচ্যুতি ঘটেছে তার। তাইজুল ইসলাম তাকে বোল্ড করেছেন। ১৯৮ বলে গড়া স্টাবসের ১০৬ রানের ইনিংসে ছিল ৬টি চার আর ৩টি ছক্কার মার।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে কোনো সফলতা পায়নি বাংলাদেশ। এই সেশনে একটি উইকেটও শিকার করতে পারেনি স্বাগতিক দলের বোলাররা। ডি জর্জির সেঞ্চুরিতে ১ উইকেটে ২০৫ রান করে চা বিরতিতে যায় প্রোটিয়ারা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। সফরকারীদের দলীয় ৬৯ রানের মাথায় বহুল প্রতিক্ষিত উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম।

১৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনার ধরে পড়েন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান মার্করাম।

এরপর দ্বিতীয় উইকেটে স্টাবসকে নিয়ে বড় জুটি ডি জর্জির। স্টাবস ফিরলেও জর্জিকে হার মানাতে পারেনি বাংলাদেশ। ১৪১ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গে ১৮ রান নিয়ে ব্যাট করছেন ডেভিড বেডিংহ্যাম।

আরএস

Link copied!