স্পোর্টস ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪, ১২:১৫ পিএম
স্পোর্টস ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪, ১২:১৫ পিএম
দ্বিতীয় টেস্টে রানের বড় সংগ্রহের দিকে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ ৫উইকেটে ৪১৩ রান। ৫টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
এর আগে প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৩০৭ রান। গতকাল উইকেট ফেলতে না পারলেও আজকে উইকেটের নেশায় মেতেছেন তাইজুল। দিনের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।
শুরুতে ২উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিলো ৩৮৬ রান। মাত্র ৫ রানের ব্যবধানে ৩উইকেট হারায় প্রোটিয়ারা। ৩টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ডেভিড বেডিংহ্যামকে ৫৯ রানে বোল্ড আউট করেন তাইজুল। তখন দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ছিলো ৩৮৬ রান। এরপর পাঁচ রানের ব্যবধানে তাইজুলের বলে টনি ডি জর্জি ১৭৭ রানে এলবিডব্লিউর শিকার হন। এর পরপরই শূন্য রানে কাইল ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন বাংলাদেশের এই স্পিনার।
তাইজুল ইসলাম ৪৩ ওভারে ১৫২ রানে নিয়েছেন ৫ উইকেট। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ উইকেট শিকার তাইজুলে । এ মাঠে সর্বোচ্চ উইকেট শিকার সাকিব আল হাসানের। সাকিবের উইকেট সংখ্যা ৬৮টি।
এসকে/বিআরইউ