Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে জাকির-নাহিদ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ১১, ২০২৪, ০৩:৫৩ পিএম


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে জাকির-নাহিদ

প্রথম ওয়ানডে ম্যাচে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবার বড় জয় পেয়েছে। শারজাহতে সিরিজ নির্ধারণী ম্যাচে টস ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ।

বাংলাদেশ এই ম্যাচে ব্যাটিং অর্ডারে জাকির হাসানকে নিয়েছে। অধিনায়ক নাজমুল শান্ত ইনজুরিতে পড়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাকে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। পেসার নাহিদ রানার ওয়ানডে অভিষেক হয়েছে সিরিজের শেষ এই ম্যাচ দিয়ে। তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম।

এর আগে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাসুম আহমেদকে দলে নেয়। ম্যাচের চিত্র বদলে দেন তিনি। ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায় প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি তিনি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, মেহেদী মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদী, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, আল্লাহ গজনফর, নাঙ্গিয়ালি করোটি, ফখর জামান। 

আরএস

Link copied!