Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৪১ পিএম


টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগাররা।

রোববার (১ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪২ রানের সহজ লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে ১২৮ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেলেন ওপেনার কালাম সিদ্দিকী। তবে তৃতীয় উইকেটে আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জাওয়াদ আবরার।

দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। এরপর আর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৬৫ বলে ৫৯ রান করে আউট হন আবরার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শিহাব জেমসও। পরের বলেই ডাক আউট হন তিনি।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১৩ রান করে ফরিদ আউট হলেও ৭০ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক।

শেষ পর্যন্ত দেবাশীষ দেবার ২ বলে ৫ রান এবং আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৫২ রানে ভর করে ১২৮ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। ১০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। মায়ান যাদব (৪), অর্জুন কুমাল (০). নারেন ভাট্ট (৪), সান্তোষ যাদব ৭ রানে আউট হন।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন আকাশ থ্রিপাঠী। কিন্তু ৪৩ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার ব্যাটার। এরপর উত্তম মাগারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অভিষেক তিওয়ারি।

দুজনেই সমান ২৯ রান করে আউট হন। এতে ৪৫ ওভার ৪ বলে ১৪১ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ, ইকবাল হোসেন এবং রিজান হোসেন দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও সাদ ইসলাম, রাফি এবং আজিজুল হাকিম নেন একটি করে উইকেট।

আরএস

Link copied!