স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪, ১১:১৪ এএম
স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪, ১১:১৪ এএম
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে প্রথম দিকে হারের পর টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল রংপুর।
এর আগে শেষ ম্যাচে গায়ানাকে হারানোর পর এবার তারা হারাল লাহোর কালান্দার্সকে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লাহোরের ইনিংস। তাতে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের দল।
প্রভিডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে রংপুর। সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে ৪.৫ ওভারেই পঞ্চাশ পূরণ করে দলটি। সৌম্য ১৩ বলে করেন ২২। ঝড় তুলেছেন সাইফ হাসানও। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর ওপেনার স্টিভেন টেইলর ২৭ বলে অপরাজিত ছিলেন ৩২ রান করে।
বৃষ্টি আইনে ৯ ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। শেখ মেহেদির তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। এর মধ্যে ৩টি উইকেট মেহেদির।
পরের দিকে মির্জা বাইগ, টম অ্যাবল আর শেষদিকে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইগ ২০ বলে ৩১, অ্যাবল ১২ বলে ২৫ করে আউট হন। ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৮৭ রানে থামে লাহোর।
শেখ মেহেদি ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন তিনটি উইকেট। ২ উইকেট জ্যাক চ্যাপেলের। আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।
বিআরইউ