Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৪, ১০:৩২ পিএম


অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দল ঘোষণা

টি-২০ সংস্করণে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ।

ছয়টি দলের অংশগ্রহণে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হবে এই টুর্নামেন্টটি। এ জন্য জাতীয় দলের তিন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।

দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলে অভিষেক হওয়া সুমাইয়া আক্তার। দলে তিনি ছাড়াও রয়েছেন আরও দুই জাতীয় দলে অভিষেক হওয়া ক্রিকেটার। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সুমাইয়ার।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর টুর্নামেন্টটির দ্বিতীয় দিন ইয়াং টাইগ্রেসদের প্রথম ম্যাচ। এ দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ‍‍`বি‍‍` গ্রুপে আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়।

দুইটি করে দল প্রতি গ্রুপ থেকে পাবে সুপার ফোরের টিকেট। সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

ইএইচ

Link copied!