স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪, ১১:১১ এএম
স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪, ১১:১১ এএম
চলতি মাসের শুরুতে অনূর্ধ্ব ১৯ পুরুষদের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। জিতে নিয়েছিল এশিয়া কাপের শিরোপা। সে সুযোগটা অ-১৯ নারীদের সামনে চলে এসেছিল। তবে আজ ভারতের বিপক্ষে সে সুযোগটা সুমাইয়া আক্তাররা নিতে পারেননি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪১ রানে, ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দলকে।
এই ম্যাচে টস জেতে বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার নেন বোলিংয়ের সিদ্ধান্ত। শুরুতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে। তাদের হয়ে তৃষা ৪৭ বলে ৫২ রান করে হাল ধরেছেন। পাশাপাশি মিথিলা ভিনোদ ও আয়ুশি শুক্লাও বড় অবদান রাখেন।
তবে বাংলাদেশের বোলাররা নিজেদের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। বিশেষ করে ফারজানা ইয়াসমিন, যিনি মাত্র ৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন এবং বিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
জবাবে বাংলাদেশ শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে। দুই ব্যাটার বাদে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার ফাহমিদা ছোঁয়া ব্যাটারদের আসা যাওয়ার মিছিল সামলে কিছুটা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন। ব্যক্তিগত ১৮ রানে তিনি তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন, বাংলাদেশ ৪৪ রানে হারায় ৩ উইকেট।
এরপরও ওপাশে হাল ধরার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস। তার ব্যাটে আসে ২২ রান। ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার মিছিল অবশ্য বন্ধ হয়নি। তবে যেই না জুয়াইরিয়া বিদায় নিলেন, এরপরই বাংলাদেশের ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনি বিদায় নিয়েছিলেন দলীয় ৬৪ রানে, পঞ্চম ব্যাটার হিসেবে। তার বিদায়ের পর শেষ ৫ উইকেট বাংলাদেশ খুইয়েছে ১২ রানে। আর তাতেই ৭৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচটা হারে ৪১ রানে।
বিআরইউ