Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:১৩ পিএম


বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনের আওতায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ১৬তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বেতনের আওতা বাড়ানোর পাশাপাশি নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। আসছে বছর নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ অব্দি নারী ক্রিকেটারদের কারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে ‍‍`এ‍‍` ও ‍‍`বি‍‍` ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাসে ২০ হাজার টাকা করে। ‍‍`সি‍‍` ও ‍‍`ডি‍‍` ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।

এর আগে গ্রেড ‍‍`এ‍‍` তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা, এখন বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেড ‍‍`বি‍‍` তে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা, গ্রেড ‍‍`সি‍‍` তে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা। গ্রেড ‍‍`ডি‍‍` তে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে।

শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার ‍‍`সি‍‍` গ্রেড থেকে ‍‍`বি‍‍` গ্রেডে উন্নীত হয়েছেন। ‍‍`ডি‍‍` গ্রেড থেকে ‍‍`বি‍‍` গ্রেডে উন্নীত হয়েছেন রাবেয়া। এছাড়া ডি ক্যাটাগরি থেকে ‍‍`সি‍‍` ক্যাটাগরিতে এসেছেন সোমা আক্তার।

এছাড়া ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে এবার। ওয়ানডেতে আইসিসি র‍্যাংকিংয়ের ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র‍্যাংকিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে ৫০ হাজার (র‍্যাংকিংয়ের ১-৩), ৩৫ হাজার (র‍্যাংকিংয়ের ৪-৬) ও ৩০ হাজার টাকা (র‍্যাংকিংয়ের ৭-৯)। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।

নতুন বেতন গ্রেডে কে কোন গ্রেডে আছেন- 

গ্রেড ‍‍`এ‍‍`-নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার।

গ্রেড ‍‍`বি‍‍`-ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।

গ্রেড ‍‍`সি‍‍`-সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার।

গ্রেড ‍‍`ডি‍‍`- দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রাণি।

আরএস

Link copied!