Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

বিপিএল

তাসকিনের ৭ উইকেট, রাজশাহীর ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২, ২০২৫, ০৩:৩৯ পিএম


তাসকিনের ৭ উইকেট, রাজশাহীর ১৭৫ রানের  চ্যালেঞ্জিং লক্ষ্য

হার দিয়ে বিপিএলের ১১তম আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে শাকিব খানের দল। আগে ব্যাট করে এনামুল-ইয়াসিরদের ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে লিটন-তামিমরা। এই ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। দলীয় ১২ রানে ২ উইকেট হারায় দলটি। ৫ বলে শূন্য রান করে লিটন আউট হলে ১০ বলে ৯ রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম।

তিনে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরে হাল ধরেন স্টিফেন এসকেনজি। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর পিচে এসে বলে বলে বাউন্ডারি মারতে থাকেন থিসারা পেরেরা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি।

তবে এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন শাহাদত। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন তিনি। এরপর ৩ বলে ১ রান করে আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন সুভম রঞ্জনি। শেষ দিকে আলাউদ্দিন বাবু (১৩), মুকিদুল ইসলাম (০) এবং রঞ্জনি ২৪ রানে আউট হলেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এ ছাড়াও মোহর শেখ ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেন।

আরএস

Link copied!