কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
জানুয়ারি ২, ২০২৫, ০৫:২৩ পিএম
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
জানুয়ারি ২, ২০২৫, ০৫:২৩ পিএম
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র, নারী ও সাধারণ জনতাসহ মোট ৩ জনকে ওয়াকাথন বিজয়ী ঘোষণা করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিতি রায়।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
বিআরইউ