ক্রীড়া ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:০৭ পিএম
ক্রীড়া ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:০৭ পিএম
প্রথম ম্যাচে ভারতের কাছে হার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে না পারলে কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে যাবে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে বাঁচামরার এই লড়াইয়ে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। টাইগাররা আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। বাংলাদেশের পরের অবস্থানে পাকিস্তান। শেষ চারে নাম লেখাতে হলে গ্রুপে সেরা দুইয়ে থাকতে হবে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, উইল ও’রকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, কাইল জেমইসন কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
উল্লেখ্য, এটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার নিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। অপরদিকে, টুর্নামেন্টের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে কিউইরা।
আরএস