Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ৪, ২০২৫, ০৩:১৪ পিএম


ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচ, অনেকেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচকে এমনটি বলে থাকেন। আজ মঙ্গলবার হাইভোল্টেজ সেই ম্যাচ; আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতেছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরই তিনি জানিয়ে দিয়েছেন, আগে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।

ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও অস্ট্রেলিয়া দুই পরিবর্তন নিয়ে খেলছে। দুবাইয়ের ধীরগতির উইকেটের কথা মাথায় রেখে পেসার স্পেন্সার জনসনের পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার তানভির সংঘাকে। আর ইনজুরিতে ছিটকে যাওয়া ওপেনার ম্যাথিউ শর্টের বদলে দলে এসেছেন কুপার কনোলি।

এখন পর্যন্ত ১৫১ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি, ভারত জিতেছে ৫৭টিতে।

ওয়ানডেতে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। ওই ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে (১৩৭) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ
কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সংঘা

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী

আরএস

Link copied!