ক্রীড়া প্রতিবেদক
মার্চ ৫, ২০২৫, ১১:৫৫ পিএম
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ৫, ২০২৫, ১১:৫৫ পিএম
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম অবশেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই তার অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল।
আজ এক ফেসবুক বিবৃতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ১৯ বছরের লম্বা পথচলার পর ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মুশফিক বলেন, "আমি আজ থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ যাত্রার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের বড় অর্জন আমাদের কম, কিন্তু আমি সবসময় শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি। নিষ্ঠা ও সততার সঙ্গে খেলাটির প্রতি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।"
অবসরের ঘোষণায় তিনি তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তকে ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসা ও সমর্থন আমাকে এতদূর আসতে সাহায্য করেছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন।"
উজ্জ্বল ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি
ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিম ছিলেন বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক। ২৭৪ ওয়ানডে ম্যাচে ২৫৬ ইনিংসে ৭৭৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি ২০১৮ এশিয়া কাপে আসে, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ইনিংস।
শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও অনন্য ছিলেন মুশফিক। ক্যারিয়ারে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং করেছেন তিনি। যদিও উইকেটকিপিং ও ব্যাটিং নিয়ে সমালোচনা কম হয়নি, তবে ধারাবাহিকতা ও দায়িত্বশীল পারফরম্যান্স তাকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তিতে পরিণত করেছে।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মুশফিক আগেই অবসর নিয়েছেন। এবার ওয়ানডে ছাড়ার পর তার পুরো মনোযোগ থাকবে টেস্ট ক্রিকেটে, যেখানে তিনি এখনও বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ।
মুশফিকুর রহিমের এই অবসরে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ইএইচ