Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ৯, ২০২৫, ১০:৩১ পিএম


নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত চ্যাম্পিয়ন ভারত

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। তবে এবার রোহিত শর্মার নেতৃত্বে একদিনের ক্রিকেটের আইসিসি টুর্নামেন্টে সফল হলো তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাদের টানা দ্বিতীয় আইসিসি শিরোপা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও উইল ইয়াং ভালো শুরু করলেও বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের দুর্দান্ত স্পিনে দ্রুত ৩ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। 

তবে ডেরিল মিচেলের ৬৩ ও মাইকেল ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলে ফিফটি পূর্ণ করা রোহিত ৮৩ বলে ৭৬ রান করে আউট হন। শুভমান গিল ৫০ বলে ৩১ রান করেন, তবে বিরাট কোহলি মাত্র ১ রানেই ফেরেন। এরপর শ্রেয়াস আইয়্যারের ৪৮ ও অক্ষর প্যাটেলের ২৯ রানের ইনিংস দলকে এগিয়ে নেয়। ৩৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র ও ব্রেসওয়েল উইকেট তুলে নেন। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৮ রান করলেও মূল দায়িত্ব কাঁধে নেন রাহুল। ৪৯তম ওভারে ছয় বল হাতে রেখেই ভারত নিশ্চিত করে ৪ উইকেটের জয়।

এ জয়ে একদিনের ক্রিকেটে আইসিসি ট্রফির খরা কাটিয়ে ঘরে তুললো ভারত।

ইএইচ

Link copied!