ক্রীড়া ডেস্ক
মার্চ ২২, ২০২৫, ০৯:০৩ পিএম
ক্রীড়া ডেস্ক
মার্চ ২২, ২০২৫, ০৯:০৩ পিএম
আবারও বেটিং সাইটের বিজ্ঞাপনে দেখা গেল সাকিব আল হাসানকে। ‘বেট উইনার নিউজ’-এর সঙ্গে বিতর্কিত যুক্তির পর সেই পথ থেকে সরে দাঁড়ালেও এবার ‘১এক্সব্যাট’ নামের আরেকটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সামনে এসেছে তার অফিশিয়াল ফেসবুক পেজে। ঠিক আইপিএল শুরুর দিনেই এই ভিডিও প্রকাশিত হয়, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। প্রায় আট মাস ধরে দেশের বাইরে থাকায় মাঠ ও বিজ্ঞাপন—দুই জায়গা থেকেই দূরে ছিলেন এই তারকা। তবে এবার সেই শূন্যতা ভেঙে ফিরলেন বেটিং সাইটের প্রচারণায়।
আইনগতভাবে এটি সাকিবের জন্য সমস্যা তৈরি না করলেও, বাংলাদেশে বেটিং বা জুয়ার যেকোনো প্রচার নিষিদ্ধ। ফলে তার এই বিজ্ঞাপন বাংলাদেশি দর্শকদের লক্ষ্য করেই কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনের ছাড়পত্র পেয়েছেন। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তিনি আদৌ আর বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
আরএস