Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

হার্টে রিং পরানোর পর সিসিইউতে তামিম ইকবাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৫, ০১:৫৩ পিএম


হার্টে রিং পরানোর পর সিসিইউতে তামিম ইকবাল

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই টসের পর অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিলেন না।

শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হার্টে একটি শতভাগ ব্লক পাওয়া গেছে।

অবস্থার অবনতি হলে তামিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেই সঙ্গে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যাবেক্ষনে রয়েছেন এই দেশসেরা ওপেনার।

ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। তাই নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। 

বিআরইউ
 

Link copied!