Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

গ্রেফতার কানাডা ক্রিকেট দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ৪, ২০২৫, ০৯:০০ পিএম


গ্রেফতার কানাডা ক্রিকেট দলের অধিনায়ক

জন্ম ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপ বার্বাডোজে। তবে তিনি খেলেন কানাডা জাতীয় ক্রিকেট দলের হয়ে। নিকোলাস কার্টন, যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও কানাডা দলের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি।

সেই নিকোলাস কার্টনকে বার্বাডোজের গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, মাদক বহন করছিলেন তিনি। বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে আটক করে স্থানীয় পুলিশ।

জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’ জানিয়েছে, ২৬ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্টতা আছে।

জাতীয় দলের অধিনায়কের গ্রেফতার হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে কানাডা ক্রিকেট মহলে। দেশটির ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট কানাডা’ জানিয়েছে, তারা কার্যকরভাবেই পরিস্থিতি পর্যালোনা এবং মনিটর করছে।

এক বিবৃতিতে বোর্ড লিখেছে, ‘জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনের সম্পর্কে যে অভিযোগ এবং তাকে যে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বোর্ড অবগত এবং আমরা এ বিষয়ে কার্যকরভাবে মনিটর করছি। বিশেষ করে, যে সব তথ্য পাওয়া যাচ্ছে, সেখানকার (বার্বাডোজ) কর্তৃপক্ষের সঙ্গেও আমরা আলোচনা করছি। কারণ, বিষয়টাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। ক্রিকেট কানাডা অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। অবশ্যই ক্রিকেট কানাডা যা জানবে এ বিষয়ে, সে সব আপডেট সবাইকে জানাবে।’

আরএস

Link copied!