Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

নওগাঁয় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ০৫:২২ পিএম


নওগাঁয় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নওগাঁর পোরশায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে সারাইগাছি থেকে নিতপুর সড়কের একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আলী পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের দিয়ারা পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

আহত ব্যক্তির নাম আজিম। তিনি মোতাহার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আজিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোরশা থানার একজন কর্মকর্তা জানান, আহত আজিমের অবস্থাও আশঙ্কাজনক।

বিআরইউ

Link copied!