Amar Sangbad
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫,

১১৬ মিনিটের জাদুতে কোপার মুকুট বার্সার ঘরে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৫, ১০:৪২ এএম


১১৬ মিনিটের জাদুতে কোপার মুকুট বার্সার ঘরে

রুদ্ধশ্বাস লড়াই, নাটকীয়তা, বিতর্ক—সব ছাপিয়ে শেষ পর্যন্ত কোপা দেল রে‍‍`র শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে জুলে কুন্দের গোলেই ৩–২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে কাতালানরা।

শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। ২৮ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমে ম্যাচ জমিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৭০ মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে সমতায় ফেরান রিয়ালকে। সাত মিনিটের মাথায় অরেলিন চুয়ামেনি রিয়ালকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন।

তবে লিড ধরে রাখতে পারেনি ব্লাঙ্কোসরা। ৮৪ মিনিটে গোলরক্ষক থিবো কর্তুয়ার ভুলে গোল করে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। এরপর নির্ধারিত সময়ের যোগ করা সময়ে বিতর্কিত এক পেনাল্টি সিদ্ধান্তে উত্তাল হয় ম্যাচ। রাফিনিয়ার ওপর ফাউলের অভিযোগে প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও, ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বাতিল করেন রেফারি এবং রাফিনিয়াকে হলুদ কার্ড দেখান ‘ডাইভ’ দেওয়ার জন্য।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ঠিক তখনই, ১১৬ মিনিটে জয়সূচক গোল করে বার্সাকে শিরোপা এনে দেন জুলে কুন্দে। শেষ মুহূর্তে রিয়াল একটি পেনাল্টির আবেদন করলেও, অফসাইডের কারণে তা বাতিল হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রিয়ালের দুই তারকা রুডিগার ও লুকাস ভাসকেস শেষ বাঁশির আগে লাল কার্ড দেখেন।

কোপা দেল রে‍‍`র রুদ্ধশ্বাস ফাইনালে শেষ পর্যন্ত হাসল বার্সা। শিরোপার উল্লাসে মেতেছে কাতালান শিবির, আর হতাশায় মুখ ঢেকেছে মাদ্রিদের রাজপুত্ররা।

বিআরইউ

Link copied!