স্পোর্টস ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫, ১১:১৪ এএম
স্পোর্টস ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫, ১১:১৪ এএম
চট্টগ্রাম টেস্টে বল হাতে যেন জাদুকরের মতোই হাজির হলেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিতে বাঁহাতি এই স্পিনার একাই তুলে নিলেন ৬ উইকেট। তার ঘূর্ণি জাদুতে দ্বিতীয় দিনের সূচনা মুহূর্তেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস—মাত্র এক বলেই। সফরকারীরা থামে ২২৭ রানে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন থেকেই ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করেছিল বাংলাদেশ। দুই সেশনে কিছুটা হতাশ করলেও শেষ বিকেলে বোলারদের দাপটে ম্যাচে ফিরেছিল স্বাগতিকরা। আর আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনের শুরুতে মাত্র একটি বলেই জিম্বাবুয়ের ইনিংসে টান পড়ে শেষ সুতায়। তাইজুলের বলে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্লেসিং মুজারাবানি।
এর আগে সোমবার দিনভর ঘূর্ণি আর নিয়ন্ত্রিত লাইন-লেন্থে সফরকারীদের অস্বস্তিতে ফেলেছিলেন তাইজুল। ইনিংসজুড়ে ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট শিকার করে জিম্বাবুয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। দ্বিতীয় সেরা বোলার নাঈম হাসান পেয়েছেন ২ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও বেন কারানের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। কিন্তু অভিষিক্ত তানজিম সাকিবের বলে বেনেট ক্যাচ দিয়ে ফেরার পরই শুরু হয় উইকেট পতনের ধারা।
নিক ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৬৭) কিছুটা প্রতিরোধ গড়লেও সেটাও ভেঙে দেন নাঈম ও তাইজুল। শেষ দিকে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে একই ওভারে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। এরপর চা বিরতির পর মাঠে ফেরেন তিনি, এবং এক বলেই তুলে নেন মুজারাবানির উইকেট—পুরো ইনিংসের ইতি ঘটে ৯০.১ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর (জিম্বাবুয়ের প্রথম ইনিংস):
২২৭/১০ (ওয়েলচ ৫৪, উইলিয়ামস ৬৭; তাইজুল ৬/৬০, নাঈম ২/৪২) ।
বিআরইউ