Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রবাসী কামরুলের মৃত্যু নিয়ে নাটক

বিনোদন প্রতিবেদক 

বিনোদন প্রতিবেদক 

জুন ২৬, ২০২২, ০২:১৪ এএম


প্রবাসী কামরুলের মৃত্যু নিয়ে নাটক

আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে; কিংবা দুঃসময় এলে আপনজনরা কতটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’। 

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সঙ্গে কেয়া পায়েল। সিএমভির ব্যানারে নাটকটি সম্প্রতি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। 

নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি, তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকের রায়।’
‘আপনজন’-এ দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। 

যেখানে পাশাপাশি উঠে এসেছে আবেগ-হিংস্রতা। এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Link copied!