Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নতুন সিনেমায় শাম্মী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুন ২৭, ২০২২, ০২:২০ এএম


নতুন সিনেমায় শাম্মী

নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। সম্প্রতি ‘মাসুদ রানা : ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে যৌথ প্রযোজনায় নির্মাণাধীন সিনেমা ‘এমআর-নাইন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

সিনেমাটির পরিচালক আসিফ আকবর। সিনেমায় আরও অভিনয় করছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট (দ্য ডার্ক নাইট)। 

এই সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে ফ্র্যাঙ্ক গ্রিলোর ছেলে রেমি গ্রিলোর। এতে আরও অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান (পয়জন), হলিউড অভিনেতা নিকো ফস্টার (আর্মি অফ ওয়ান), বলিউড অভিনেতা ওমি বৈদ্য (থ্রি ইডিয়টস), হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস (উলফ ওয়ারিয়র টু), আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল (দ্য কুইন অব ভার্সাই)। 

এছাড়া আনিসুর রহমান মিলন এবং শহিদুল আলম সাচ্চু যুক্ত হয়েছেন এমআর-নাইন-এ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন। এলিনা শাম্মী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইফতেখার শুভর ‘মুখোশ’। 

এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত অন্য সিনোমগুলো হচ্ছে মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’, অপূর্ব রানার ‘জলরং’, অনন্য মামুনের ‘রেডিও’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ ও শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘সিন্ডিকেট’।

Link copied!