Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘পদ্মা সেতু’র মুক্তি আগস্টে

বিনোদন প্রতিবেদক 

বিনোদন প্রতিবেদক 

জুলাই ১৩, ২০২২, ০২:০০ এএম


‘পদ্মা সেতু’র মুক্তি আগস্টে

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত প্রথম ছবি ‘পদ্মা সেতু’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে। সেন্সর সার্টিফিকেট পেলেই আগামী আগস্ট মাসে সিনেমাটি মুক্তি পাবে। 

সিনেমাটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘আমরা গত ৬ জুলাই ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। আশা করি, আনকাট ছাড়পত্র পাব এবং সবাই ছবিটি দেখে প্রশংসা করবেন। তারপর আগস্ট মাসে সিনেমাটি মুক্তি দেব।’

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক জানান, সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাবে।

ঐতিহাসিক পদ্মা সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প।

আজাদ পরিচালিত ‘পদ্মা সেতু’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল ইসলাম প্রমুখ।

Link copied!