Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর আনারস উপহার

মো. সাইফুল ইসলাম, আখাউড়া

মো. সাইফুল ইসলাম, আখাউড়া

জুলাই ১৫, ২০২২, ০৬:২২ এএম


প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর আনারস উপহার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবার কিউভেরাইটি জাতের ৭৫০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। 

গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত ভিসা অফিসার মনিশ শিং। 

এর আগে গত ২০ জুন ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ৮০০ কেজি আম্রপালি জাতের আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসেন। ১০০টি কার্টনে মোট ৭৫০ কেজি আনারস ছিল। এরপর আনারসগুলো চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত ভিসা অফিসার মনিশ শিংয়ের হাতে তুলে দেয়া হয়। ভারতীয় হাই কমিশন এই উপহারস্বরূপ আনারসগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন। 

আনারসগুলো হস্তান্তরের সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত ভিসা অফিসার মনিশ শিং ত্রিপুরার ফ্রুট কালচারের সহকারী পরিচালক ডা. দীপক বৈদ্য, আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনিসুল হক ভূঁইয়া, আগরতলা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রাণেস ধর, ত্রিপুরার-১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ শিং, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!