Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বদলে যাবে চিত্র বাড়বে আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২২, ০১:৫৪ এএম


বদলে যাবে চিত্র বাড়বে আয়ের উৎস

যশোরে চার রেলস্টেশন ঘিরে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। হতে যাচ্ছে এক নব অধ্যায়ের সূচনা। জেলার বাঘারপাড়ার জামদিয়া ও পদ্মবিলায় হচ্ছে অত্যাধুনিক স্টেশন।

আর সিঙ্গিয়া-রূপদিয়া স্টেশন হচ্ছে সর্বাধুনিক ও নান্দনিক। এরই মধ্যে এই চার স্টেশন ঘিরে শুরু হয়েছে কর্মযজ্ঞ। পদ্মবিলায় হচ্ছে দৃষ্টিনন্দন জংশন। এই রেলপথের ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ হয়েছে। আবার কোথাও চলছে অবকাঠামো নির্মাণে তোড়জোড়।

ঢাকা-যশোর রেলপথ প্রকল্পের কল্যাণে ভাগ্য খুলে যাবে যশোর অঞ্চলের মানুষের। বিশেষ করে বদলে যাবে যশোরের রূপদিয়া অঞ্চল। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে মাথাপিছু আয়। যে কোনো ভারী পণ্য আমদানি-রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে নতুন আয়ের উৎস পাবে যশোর অঞ্চলের মানুষ। এ অঞ্চলে উৎপাদিত সব কৃষি ও শিল্পপণ্য পরিবহন, বিপণন সহজ হবে ফলে আঞ্চলিক বাণিজ্য সমৃদ্ধ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে।

উন্নত যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হওয়ায় নতুন কল-কারখানা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হবে, পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়াও স্থানীয় জনগণ উন্নততর স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য খুব সহজেই রাজধানী ঢাকায় যেতে পারবেন।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, স্বপ্নের এ সেতুর ওপর দিয়ে রেল চলাচলের জন্য ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ এ পথে থাকছে ২০টি অত্যাধুনিক রেলস্টেশন।

এরমধ্যে যশোরেই রয়েছে চারটি। জামদিয়া ও পদ্মবিলায় হবে নতুন দুটি স্টেশন। এরই মধ্যে জমি অধিগ্রহণের যৌথ জরিপের কাজ শেষ হয়েছে। কোথাও অধিগ্রহণ শেষে জমি মালিকদের টাকাও প্রদান করা হয়েছে। আর অল্প কিছু জমি অধিগ্রহণের কাজ বাকি ছিল, সেটা গত মে মাসে শেষ হয়েছে। সিঙ্গিয়া-রূপদিয়া স্টেশনও হবে সর্বাধুনিক।

সূত্র জানায়, এসব স্টেশনে এক প্ল্যাটফরম থেকে অন্য প্ল্যাটফরমে যেতে ভোগান্তি থাকবে না। বয়স্ক ও প্রতিবন্ধীদের ব্যবহারে উপযোগী হবে। বর্তমানে প্ল্যাটফরম নিচু থাকায় ট্রেনে উঠতে পোহাতে হয় নানা দুর্ভোগ। এসব স্টেশনে থাকবে ফুটওভারব্রিজ, চলন্ত সিঁড়ি ও লিফট। নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা। নামাজের জায়গাসহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।

এরফলে প্রতিবন্ধীরা কারো সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশন ব্যবহার করতে পারবেন। পদ্মা সেতুতে যুক্ত হওয়া যশোরের চারটিসহ ২০টি স্টেশনই হবে আধুনিক ও নান্দনিক। আর এটা হলে বদলে যাবে ওই এলাকার দৃশ্যপট। অর্থনীতি ও যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচন হবে।

Link copied!