Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পলাশের নতুন গান ‘অন্যরকম’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ৯, ২০২২, ০১:৫৬ এএম


পলাশের নতুন গান ‘অন্যরকম’

শ্রোতানন্দিত সংগীতশিল্পী পলাশ কিছুদিন আগে অর্থাৎ গত জুন মাসে অসুস্থ ছিলেন। ডাক্তারের বিধিনিষেধ অনুযায়ীই মূলত এখন তিনি জীবনযাপন করছেন। তাই আগামীকাল ১০ আগস্ট তার জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই।

যেহেতু জন্মদিনটি বিশেষভাবে উদ্যাপনের সুযোগ নেই, তাই দিনটিতে তিনি তার ভক্ত-দর্শকের জন্য নিয়ে আসছেন তার নতুন মৌলিক গান ‘অন্যরকম’। গানটির কথা লিখেছেন আশরাফ বাবু, সুর-সংগীত করেছেন পার্থ বড়ুয়া।

পলাশ জানান, এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে গত রোজার মাসে। নির্মাণ করেছেন পলাশ।

প্রসঙ্গে পলাশ বলেন, ‘আমাদের তিনজনের একসঙ্গে কোনো গান করা অনেক বছর পর। আগে একটা সময় আমরা একসাথে অসংখ্য গান করেছি। ভীষণ আবেগ কাজ করত রেকর্ডিংয়ের সময়গুলোতে। গানের কথা আমরা একটু  ভিন্নধর্মী চাইছিলাম।

বাবু গানটাই লিখেছেন ‘অন্যরকম’ শিরোনামে। রোমান্টিক একটা গান। পার্থ দা’র সুরে তার নিজস্ব ঘরানা তো আছেই। গানটির কাজ করার সময় সত্যিই আমার  বারবার ৯০ দশকের শেষদিকের আমাদের কাজ, আড্ডা, জীবনধারার কথা বিশেষভাবে মনে পড়ছিল।

গানটি ভালোভাবে গাইবার চেষ্টা করেছি। মিউজিক ভিডিওটা পুরোটা পার্থ দা’র আইডিয়া। ভালো লাগছে এত বছর পর শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এমন একটা গান পেয়ে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটি প্রকাশ পাবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। পলাশের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘ভালো থেকো প্রিয়তমা’। একই ব্যানারে গানটি এক বছর আগে প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন ও সুর-সংগীত করেছিলেন তরুণ মুন্সী। দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল ‘অরবিট’র ভোকালিস্ট ছিলেন পলাশ। ১৯৯১ সালে এই দলের হয়ে ‘লাল শাড়ি রে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পলাশ। পলাশের একক অ্যালবাম ছিল ‘ইতি তুমি স্মৃতি’।

পরবর্তীতে তার আরো ৩৮টি একক অ্যালবাম প্রকাশিত হয়। ২০২০ সালে নতুন গান আসে ‘চোখের জল’, ২০২১ সালে আসে ‘অনুভূতি’ আর ২০২২ সালে ‘অন্যরকম’। পলাশের কণ্ঠে মা’কে নিয়ে একটি জনপ্রিয় গান রয়েছে। আর সেটি হলো ‘মা-তুমি আমার আগে যেওনা গো মরে’।

‘খোদার পরে মা’ সিনেমায় শাকিব খান গানটির লিপসিং করেছিলেন। গানটি লিখেছেন সুর করেছেন মিল্টন খন্দকার। এই গানের জন্যই পলাশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। খুলনার গাজীরহাটের সন্তান পলাশের দুই কন্যা মাইসা ও মিহান।

Link copied!