Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

সজল-স্নিগ্ধার ‘সুবর্ণভূমি’

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৯, ২০২২, ০২:০২ এএম


সজল-স্নিগ্ধার ‘সুবর্ণভূমি’

জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, সিনেমার নতুন নায়িকা। গুণী চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় স্নিগ্ধার অভিষেক। দ্বিতীয় সিনেমা অর্থাৎ জাহিদ হোসেনেরই পরিচালনায় নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘সুবর্ণভূমি’তে প্রধান একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে যান স্নিগ্ধা। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য পরিচালকেরই।

‘সুবর্ণভূমি’ সিনেমায় সজল অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে, যিনি মূলত একজন লেখক। যিনি ‘সুবর্ণভূমি’ নামের একটি উপন্যাস লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময়ের সব রকমের ঘটনা নিয়ে। এই সিনেমাতেই সজলের বিপরীতে নূরী চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধা। প্রথমবারের মতো এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত স্নিগ্ধা।

পরিচালক জানান, সিনেমার সব কাজ প্রায় শেষের দিকে। শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে। আর আগামী বিজয়ের মাসেই সিনেমাটি মুক্তি দেয়ার প্রবল ইচ্ছে রয়েছে সিনেমার প্রযোজক এবং পরিচালকের।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণরকম টানে। ৯ মাসের যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোনো কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রদ্ধা-ভালোবাসা জানানো যায়, তাহলে সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। জাহিদ হোসেন ভাই ভীষণ গুণী একজন মানুষ, একজন গুণী নির্মাতা।

অনেক যত্ন নিয়ে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন। নির্মাণের আগেই তার কাছে সিনেমার গল্পটি একেবারে ছককাটা। একটা দৃশ্য শেষে তিনি যখন আমার মাথায় হাত দিয়ে বলতেন ভালো করেছো, আমার কাছে মনে হতো এটাই একটা বিশাল প্রাপ্তি। আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ। স্নিগ্ধা নতুন হিসেবে ভালো করার চেষ্টা করেছে। তার জন্য শুভকামনা।’

সিনেমাটিতে চ্যালেঞ্জিং চরিত্র নূরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, ‘জাহিদ হোসেন স্যার আমাকে সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন— এটাই আসলে আমার জন্য ছিল অনেক বড় প্রাপ্তি। সোনার চর, তারপর সুবর্ণভূমি, পরপর দুটি সিনেমায় একই টিমের সঙ্গে কাজ করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। 

Link copied!