Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শুটিংয়ে ফিরলেন অপূর্ব সঙ্গে হিমি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১১, ২০২২, ০৪:৪৮ এএম


শুটিংয়ে ফিরলেন অপূর্ব সঙ্গে হিমি

ঈদের আমেজ শেষ হলেও ছোট পর্দার তারকাদের অনেকেই এখনো শুটিংয়ে ফেরেননি। তবে শিগগিরই নাটকের মধ্যমণিরা কাজে ফিরবেন। এরই মধ্যে গতকাল থেকে শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’।

তৌফিকুল ইসলামের পরিচালনায় এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো অপূর্ব জুটি বাঁধেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ দিয়ে আলোচনায় আসা জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে।

তৌফিকুল ইসলাম বলেন, অপূর্ব ভাইয়ার সঙ্গে দুটি কাজ হচ্ছে আমার। একটি ‘ফিরে এসো সুরঞ্জনা’ এবং অন্যটি ‘কমলাকান্ত’। ‘ফিরে এসো সুরঞ্জনা’ রোমান্টিক গল্পের নাটক, এটাতে হিমি কাজ করছেন। আর ‘কমলাকান্ত’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রম্যব্যঙ্গ সঙ্কলন, যেটা আমরা সবাই জানি।

এখানে উনার চরিত্রটা হচ্ছে কমলাকান্তের ভক্তের, যে কিনা কমলাকান্ত পড়তে ভালোবাসে এবং নিজেকে কমলাকান্তের মত মনে করে! মেয়েদের থেকে দূরে থাকে, প্রেম-বিয়েতে অনিচ্ছা! কিন্তু এখানে অনেক হাস্যরস রয়েছে যা দর্শকদের ভালো লাগবে।

জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকার গল্প নিয়ে নাটকটি। অপূর্ব ভাইয়াসহ এই পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ।

তবে কাজ করতে গিয়ে তেমনটা মনে হচ্ছে না। সবাই অনেক বেশি সাপোর্টিভ। মনে হচ্ছে, অনেক বছর ধরে কাজ করছি। সব কিছু মিলিয়ে দর্শক ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।

Link copied!