Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কলেজ শিক্ষিকার মৃত্যু স্বামী মামুন কারাগারে

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২২, ০১:৪৫ এএম


কলেজ শিক্ষিকার মৃত্যু স্বামী মামুন কারাগারে

নাটোরে কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে মামুনের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন।

এর আগে, দুপুরে মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায় বলেন, ময়নাতদন্তে কলেজশিক্ষিকার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, রোববার রাতে কলেজশিক্ষিকার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মামলায় কাউকে অভিযুক্ত না করায় মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে কলেজছাত্র মামুন ও শিক্ষিকা খায়রুন নাহার বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর বিষয়টি জানাজানি হয়।

Link copied!