Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

উচ্ছ্বসিত মৌসুমী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২২, ০১:৫০ এএম


উচ্ছ্বসিত মৌসুমী

ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা তার। বড়পর্দায় অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তিনি। বলছি লাক্স তারকা মৌসুমী হামিদের কথা। এবার ‘সংসার আনলিমিটেড’ নামে একটি ওয়েব কনটেন্টে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘মজার কাজ করেছি। এটি রিয়েল লাইফ কমেডি গল্প। চরকির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমার সঙ্গে রয়েছেন মীর রাব্বী, ইরেশ যাকেরসহ আরও অনেকে।

তিনি আরও বলেন, ‘সংসার আনলিমিটেড ৪০ মিনিটের একটি ওয়েব ফ্লিক। এটি চরকির নতুন সংযোজন। এখানে কাজটি করতে পেরে খুবই উচ্ছ্বসিত। দর্শকরা কাজটি উপভোগ করবেন আশা করি।’

জানা যায় উত্তরা, টঙ্গীসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। মাসুম শাহরিয়ারের রচনায় ওয়েব ফ্লিকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ১৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখতে পাবেন দর্শক।

প্রসঙ্গত, বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টেলিভিশনে। এ ছাড়াও হূদি হকের পরিচালনায় সরকারি অনুদানের ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি।

Link copied!