Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আজ তাদের জন্মদিন

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০৩:৪৭ এএম


আজ তাদের জন্মদিন

আজ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পাঁচ তারকাশিল্পীর জন্মদিন। তারা হচ্ছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, ঈশিতা, বীথি ও সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি এ মুহূর্তে গাজীপুরের খতিব খামার বাড়িতে আছি। এখানে অনিরুদ্ধ রাসেলে সরকারি অনুদানের সিনেমা জামদানীর শুটিং করছি। জন্মদিনেও এখানেই থাকতে হবে। তাই বলা যেতে পারে শুটিংয়ে কাটবে আমার এবারের জন্মদিন। পরিবারকে খুব মিস করব। সবার দোয়া চাই জন্মদিনে।’ মোশাররফ করিম তার স্ত্রী জুঁই ও একমাত্র ছেলের সঙ্গেই জন্মদিন উদ্যাপন করবেন।

রুমানা রশীদ ঈশিতা বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। ঈশিতা বলেন, ‘গতকালই দেশে ফিরেছি। জন্মদিনে মায়ের  সঙ্গে সময় কাটাব। মূল কথা, জন্মদিনের পুরোটা সময় আমি পরিবারের সবার সঙ্গেই কাটাতে চাই। তাই জন্মদিনের আগেই দেশে ফিরেছি। তবে আজকের দিনটিতে আমার সহশিল্পী বাবু ভাই, মোশাররফ করিম ভাই, বীথি, ডলি আপারও জন্মদিন; সবাইকে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।’

ডলি সায়ন্তনী জানান, তিনি জন্মদিনের আগেই চলে গেছেন মালয়েশিয়ায়। ডলি সায়ন্তনী বলেন, ‘আমার তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজার সাথে আমার এবারের জন্মদিন মালয়েশিয়াতেই উদ্যাপন করব। এবারের জন্মদিন আশা করছি অনেক আনন্দের হবে, ভালো লাগার হবে। কারণ সঙ্গে আমার তিন মেয়ে রয়েছে। তবে এটাও সত্যি, দেশ ও দেশের মানুষকে এবারের জন্মদিনে খুব মিস করব। আগামী ২৮ আগস্ট সবকিছু ঠিকঠাক থাকলে দেশে ফিরব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন মালয়েশিয়াতে সময়টা ভালো কাটে।’

বীথি রানী সরকারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, মূলত বাসাতেই কাটবে তার জন্মদিন।

বীথি বলেন, ‘ছোটবেলার জন্মদিন খুব মিস করি। ছোটবেলার বড় বড় কেকও খুব মিস করি। আমার বাবা-মা, আমার স্বামীর বাবা-মা সবাই রংপুরে আছেন। তাদের সঙ্গে জন্মদিনে ভিডিও কলে কথা বলব। আর আমি এরই মধ্যে নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে আজ দেখা করব। এছাড়া আমার ফেসবুক থেকে জন্মদিনে লাইভে এসে আড্ডা দেব। এভাবেই কেটে যাবে আমার এবারের জন্মদিন। সবার মতো আমিও আশীর্বাদ চাই সবার কাছে যেন ভালো থাকি, সুস্থ থাকি।’

বীথি জানান, এরই মধ্যে তিনি মাহমুদুল হাসান আদনান ও সাবরিনা আইরিনের নির্দেশনায় দুটো নতুন বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন।

ডলি সায়ন্তনী দেশে ফিরে নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন।

ঈশিতা জানান, তিনিও তার ভক্তদের নতুন গান উপহার দেবেন।

Link copied!