Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশের চলচ্চিত্র ‘আদিম’ মস্কোতে জিতল দুই পুরস্কার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২২, ০১:৫৭ এএম


বাংলাদেশের চলচ্চিত্র ‘আদিম’ মস্কোতে জিতল দুই পুরস্কার

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে দেশের স্বাধীন চলচ্চিত্র ‘আদিম’। গত শুক্রবার বিকালে সিনেমাটির নির্মাতা যুবরাজ শামীমের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। প্রথম সিনেমা নির্মাণ করেই এমন পুরস্কার জিতে ভীষণ উচ্ছ্বসিত যুবরাজ শামীম।

তিনি বলেন, ‘পুরো বিষয়টিই আমার কাছে কাল্পনিক মনে হচ্ছে। মনে হচ্ছে, আমি হয়তো কোনো ঘোরের মধ্যে আছি। আমার এই অর্জন আমার বাবা শাহজাহান ভূঁইয়ার নামে উৎসর্গ করছি।’ টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠবস্তির মানুষের গল্প ‘আদিম’। শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে সিনেমাটির নির্মাণ খরচ।

২০১৮ সালে শুরু হয় শুটিং। সিনেমাটিতে অভিনয় করা কেউ পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা। শুটিং শুরুর আগে চলে এক মাসের অনুশীলন। ‘আদিম’-এর কাজ শেষে চলতি বছর বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়।

এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল সিনেমাটি। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। মস্কো উৎসবেও মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৩০ আগস্ট মস্কোতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির।

Link copied!