Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাবিনা ইয়াসমিনের সাথে দ্বিতীয়বার প্লে-ব্যাকে রাজীব

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:৩০ এএম


সাবিনা ইয়াসমিনের সাথে দ্বিতীয়বার প্লে-ব্যাকে রাজীব

সাবিনা ইয়াসমিন, নামটি বাংলা ভাষাভাষী সঙ্গীতপ্রেমীর কাছে পরম শ্রদ্ধার এক মহান শিল্পীর নাম। বাংলাদেশের গানকে দেশে এবং দেশের বাইরে যে কজন শিল্পী শ্রোতাদের কাছে সমাদৃত করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন সাবিনা ইয়াসমিন।

দেশের গানে এবং সিনেমার গান সাবিনা ইয়াসমিনের যে অবদান, এই অবদানের কারণেই এই দেশ তাকে পরম শ্রদ্ধা, ভালোবাসায় আগলে রাখে। শিল্পী পরিবারের কাছে সাবিনা ইয়াসমিন এক অনুপ্রেরণার নাম।

এই মহান শিল্পীর সঙ্গে এই প্রজন্মের যেকোনো শিল্পীর দ্বৈত গান গাওয়া যেন অনেকটাই স্বপ্ন। আর সেই স্বপ্ন যখন পূরণ হয় তখন তা যেন জীবনের অনেক বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়।

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাজীবের সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাইবার স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। গাজী মাহাবুব পরিচালিত ‘শিরী ফরহাদ’ সিনেমাতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে প্লে-ব্যাক করেছিলেন।

Link copied!