Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নতুন চার সিনেমায় ইমরানের গান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২০, ২০২২, ০১:৪২ এএম


নতুন চার সিনেমায় ইমরানের গান

নতুন চারটি সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার ইমরানের গান শ্রোতা দর্শকেরা পাচ্ছেন। এরই মধ্যে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমায় সুদীপ কুমার দীপের লেখা ও ইমন সাহার সুর সঙ্গীতে একটি গান এরই মধ্যে শ্রোতা দর্শকেরা উপভোগ করেছেন সিনেমাটি মুক্তির পরপরই।

আবার গেলো শুক্রবার মুক্তিপ্রাপ্ত সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমা’র ‘ভালোবাসি বলা হয়ে যায়’ গানটিও গেয়েছেন ইমরান। গানটি লিখেছেন সিনেমার পরিচালক এবং সুর সঙ্গীত করেছেন গোলাম রাব্বী সোহাগ। এই গানটিতে ইমরানের সহশিল্পী পূজা।

এদিকে গতকাল প্রকাশ পেলো ইমরান ও কণার গাওয়া নতুন গান ‘তার হাওয়াতে চলে যে ডানা’। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ নামক এই গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর সঙ্গীত করেছেন অম্লান চক্রবর্তী। আবার মুক্তি প্রতীক্ষিত রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমারও একটি গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও সুর সঙ্গীত করেছেন আরাফাত মোহসীন নিধি।

ইমরান নতুন নতুন সিনেমার গানগুলো প্রসঙ্গে বলেন,‘ আশীর্বাদের গানটার রেসপন্স গানটি ইউটিউবে প্রকাশ পেলে হয়তো ভালো পাওয়া যাবে। বীরত্বের গানটির জন্য এরই মধ্যে বেশ সাড়া পেয়েছি।

অপারেশন সুন্দর বনের গানটিও খুব ভালো। এতে আমার সহশিল্পী কণা আপু। আমাদের দু’জনের গানের প্রতি শ্রোতা দর্শকের একটি আলাদা ভালোলাগা রয়েছে। আশা করছি এই গানটিও শ্রোতা দর্শক ভালোভাবেই গ্রহণ করে নেবেন। দামালের গানটির কাজ নিধি বেশ ভালো করেছেন। গানের কথাও এক কথায় অসাধারণ।

রায়হান রাফির সিনেমার প্রতি দর্শকের একটা ভালোলাগা আছে। পরাণেই যেন তার দৃষ্টান্ত। আশা করছি দামাল এবং এতে যে গানগুলো আছে— আমার গানটিসহ সবগুলো গানই শ্রোতা দর্শকের ভালো লাগবে।’

এদিকে ইমরান গেলো ১৬ সেপ্টেম্বর গাজীপুরে একটি শোতে পারফর্ম করেছেন। এরই মধ্যে ইমরানের সুর সঙ্গীতে কোনাল ও মিলনের গাওয়া গানটিও শ্রোতা দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

গানটি লিখেছেন জামাল হোসেন। একই গীতিকারের লেখা ও ইমরানের সুর সঙ্গীতে ইমরানেরই গাওয়া ‘ঘুম ঘুম চোখে’ গানটিও বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে গানটি ৪৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

Link copied!