Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে আলোচনা সভা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০২:৩৫ এএম


গাজী মাজহারুল আনোয়ার স্মরণে আলোচনা সভা

বাংলাদেশের বরেণ্য গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার এই পৃথিবীর মায়া কাটিয়ে গত ৪ সেপ্টেম্বর পরপারে পাড়ি জমিয়েছেন। ওইদিন সকালে তিনি ইন্তেকাল করার পর বিকেলে আমেরিকা থেকে তার মেয়ে দিঠি আনোয়ার দেশে ফিরেন। যে কারণে পরদিন তাকে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। তার আগে সকালে রাজধানীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে।

এরপর বিএফডিসিতে (বাংলাদেশ ফিল্ম ডেভলপম্যান্ট কর্পোরেশন) তার প্রথম নামাজে জানাজা, চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা এবং গুলশান আজাদ মসজিদে বাদ আছর তৃতীয় নামাজে জানাজার পর তাকে দাফন করা হয়। এদিকে আজ সকাল ১১টায় বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাবে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জানান পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন রাখা হয়েছে বলে জানান তিনি।

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল বলেন, ‘আব্বুর দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে আব্বুর সঙ্গে বহুবার গিয়েছি। অনেক স্মৃতি এফডিসিকে ঘিরে। আর আব্বুরতো স্মৃতির ভাণ্ডার এই বিএফডিসি। আব্বুর কর্মস্থলে এই স্মরণ সভার আয়োজন করার উদ্যোগ নেয়ায় ভালো লাগছে। যারা এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে আন্তরিকতার সাথে সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা।’

দিঠি আনোয়ার বলেন,‘ আমার আব্বুর প্রতি যারা সম্মান প্রদর্শন করছেন প্রতিনিয়ত তাদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে অসীম শ্রদ্ধা, ভালোবাসা। এফডিসির পরিচালক সমিতির এই আয়োজনে আমরা খুশী। শুধু সবার কাছে দোয়া চাই আব্বুকে যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন।
 

Link copied!