Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কোথায় আছেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৫, ২০২২, ০১:৫৪ এএম


কোথায় আছেন অপু বিশ্বাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাপি ফ্যামিলি’র ছবি পোস্ট করে ঝড় তুলেছিলেন। কেননা আব্রাম খান জয়ের জন্মদিনে তোলা ছবি বাবা প্রশ্ন তৈরি করেছিল। শাকিব-অপু এক হচ্ছেন এমন গুঞ্জনও ওঠে।

এরপর দেশের চলচ্চিত্রপাড়ায় শাকিব, বুবলীকে নিয়ে ঘটে গেছে অনেক ঘটনা। শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীরের খবর প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে ছবি।

বুবলী জানালেন বিয়ের খবর। ৪ বছর আগেই বিয়ে হয়েছিল শাকিবের সঙ্গে। এসব বিষয় নিয়েও অপুর কোনো প্রতিক্রিয়া নেই। কোথায় অপু বিশ্বাস? জানা গেছে, কলকাতায় দুর্গাপূজা পালন করতে গেছেন অপু বিশ্বাস।

সমপ্রতি নিজের মুক্তি পাওয়া একটি সিনেমার প্রচারেও তিনি নেই। কেন নেই এটা জানার চেষ্টা করতে শোনা গেল কলকাতার খবর।

গত সোমবার কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছেন তিনি। অষ্টমীর সকালে কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পূজায় উপস্থিত থেকে পুষ্পাঞ্জলি দেন তিনি।

এর পাশাপাশি পূজার কাজেও অংশ নেন। পূজার পাশাপাশি রাজবাড়ি অন্দর ঘুরে দেখেন অপু বিশ্বাস। দিনভর খোশ মেজাজে রাজবাড়ির সদস্যদের সঙ্গেও আড্ডা দেন তিনি।

এদিকে অপুকে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রাজবাড়ির বর্তমান প্রধান দেবরাজ মিত্র ও তার পরিবারের সদস্যরা।

অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের পূজা অনেকটা মণ্ডপের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু কলকাতার পূজায় গোটা শহর উৎসবের আনন্দে মেতে ওঠে। শহরজুড়ে পূজার আনন্দ ছড়িয়ে পড়ে। সেই আনন্দ উপভোগ করতেই কলকাতায় ছুটে এসেছি। শুধুমাত্র পূজা উপভোগ করতে এবার কলকাতায় আসা।

Link copied!